English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:০৬

৫০ শতাংশ কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

অনলাইন ডেস্ক
৫০ শতাংশ কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ

২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় ৫০ শতাংশ কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

গত সপ্তাহে (২৬-৩০ নভেম্বর) লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়া ৬ কোম্পানির মধ্যে এই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ সভা হওয়া কোম্পানিগুলো হল- মিথুন নিটিং অ্যান্ড ডাইং, তাল্লু স্পিনিং মিলস, বঙ্গজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিএমসি কামাল টেক্সটাইল মিলস ও রেকিট বেনকিজার।

শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং অ্যান্ড ডাইং, তাল্লু স্পিনিং মিলস ও বঙ্গজের পরিচালনা পর্ষদ। এরমধ্যে মিথুন নিটিং অ্যান্ড ডাইং আগের বছরের ব্যবসায় ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। আর বাকি ২ কোম্পানি আগের বছরও কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

এদিকে ইউনাইটেড পাওয়ার ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় ১০০ শতাংশ (৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগে ১৮ মাসের (জানু:১৫-জুন ১৬) ব্যবসায় ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর আগের বছরের ১৩ শতাংশ বোনাস শেয়ার থেকে কমিয়ে এবার সিএমসি কামালের পর্ষদ ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া রেকিট বেনকিজার অন্তবর্তীকালীন ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।