English Version
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৭ ১৪:৩৮

ব্যাংক খাতে এগোচ্ছে শেয়ারবাজার

অনলাইন ডেস্ক
ব্যাংক খাতে এগোচ্ছে শেয়ারবাজার

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবারের (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে প্রায় সব ব্যাংকের শেয়ার দর বেড়েছে। যার উপর ভর করে শেয়ারবাজার এগিয়ে যাচ্ছে।

এ সময় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টি বা ৯৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। আর ২টি বা ৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তি রয়েছে। এসময় কোন ব্যাংকের দর কমেনি।

এসময় ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবি ব্যাংকের শেয়ার। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময়ে ব্যাংকটির ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে টাকার অঙ্কে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ২.৩০ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা রূপালি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১.৯০ টাকা।

অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ও এনসিসি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।