English Version
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৯

যে কারণে বেড়েছে সিটি ব্যাংকের দর

অনলাইন ডেস্ক
যে কারণে বেড়েছে সিটি ব্যাংকের দর

সাম্প্রতিক সময়ে সিটি ব্যাংকের শেয়ারের অব্যাহত দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কিন্তু অব্যাহত দর বাড়ার নেপথ্যে কোন কারণ নাই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায় নোটিশের জবাবে সিটি ব্যাংক ডিএসই কর্তৃপক্ষকে জানায়, শেয়ার দর বাড়ার মতো কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই। তবে, বিশ্বব্যাংকের সহযোগী আইএফসি আমাদের ব্যাংকে বিনিয়োগ করবে। বিনিময়ে তাদের আমরা ৫ শতাংশ শেয়ার দিব। বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসলে যথাসময়ে জানানো হবে। সম্প্রতি ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৪০ টাকা থেকে ৪৯ টাকায় উঠেছিল। তবে আজ শেয়ার দর কম সর্বশেষ ৪৮.৫০ টাকায় লেনদেন হয়েছে। সমাপনি দর নির্ধারণ হয়েছে ৪৮.৩০ টাকা।