English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৭ ১০:৫২

রিজার্ভ চুরির সব অর্থ মিলবে, কিন্তু…

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরির সব অর্থ মিলবে, কিন্তু…

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ’সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের পুরোটাই পাওয়া যাবে। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া সব টাকা পাওয়া যাবে। কিন্তু পুরো টাকা পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের তৎপড়তায় ইতিমধ্যে বেশকিছু টাকা ফেরত পেয়েছে। পুরো টাকা ফেরত আনতে সব ধরণের কার্যক্রম চালু আছে।’

গত বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট কোড হ্যাক করে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটেছিল। তবে ঘটনাটি জানাজানি হয় মার্চ মাসে। মার্চের ১৫ তারিখেই বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে।

জানা গেছে, চুরি যাওয়া সেই অর্থের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যায়। সেখান থেকে ওই টাকা একটি জুয়ার আসরে চলে যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ মিলিয়ন ডলার ফেরত এসেছে বাংলাদেশে।