English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১২:৪৭

সূচক বাড়লেও লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক
সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে শেষ হয়েছে লেনদেন। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। যা ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার ডিএসইতে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৪ কোটি ১ লাখ টাকা কম। গতকাল শনিবার ডিএসইতে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দিনশেষে আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা।

এর আগে গত বৃহস্পতিবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৯০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১২৫ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৯৬১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৮৪ কোটি ১ লাখ ২২ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার  ৩৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবলস্ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।