English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১৭:০৪

পতনের বাজারে ১২ কোম্পানির রেকর্ড : বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
পতনের বাজারে ১২ কোম্পানির রেকর্ড : বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাজারের সূচক ও লেনদেনে মন্দা থাকলেও সর্বোচ্চ দরের রেকর্ড গড়েছে তালিকাভুক্ত ১২টি কোম্পানি। এসময় প্রত্যেকটি কোম্পানির শেয়ার দর বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ দরে স্থিতি পেয়েছে। কিন্তু কোম্পানিগুলোর অধিকাংশেরই মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সহনীয় পর্যায়ে রয়েছে। পরিবর্তনের অনুসন্ধানে দেখা যায়, সর্বোচ্চ দরের রেকর্ড করা কোম্পানিগুলো হলো- এশিয়ান ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, দেশ বন্ধু পলিমার, মাইডাস ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, স্যালভো কেমিক্যাল, ইউনাইটেড ফাইন্যান্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এশিয়ান ইন্স্যুরেন্স : সোমবার বীমা খাতের তালিকাভুক্ত এশিয়ান ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ ২৪ টাকায় লেনদেন হয়েছে। যা গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর। যদিও দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ২৩.৭০ টাকা। এদিন, কোম্পানিটির শেয়ার দর ০.৮৫ শতাংশ বা ০.২ টাকা বেড়ে সর্বশেষ ২৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির ৪৮ লাখ ১২১ টি শেয়ার হাতবদল হয়। বিডি ফাইন্যান্স : টানা ৬ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার ৪.০৬ শতাংশ দর বেড়ে সর্বোচ্চ দরের রেকর্ড গড়েছে আর্থিক খাতের বিডি ফাইন্যান্স। এসময় কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২০.৫ টাকা। এদিকে, গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন শেয়ার দর ছিল ৯.৩০ টাকা। দিনশেষে কোম্পানিটির ৪১ লাখ ৬৯ হাজার ৪২৩টি শেয়ার ৮ কোটি ৩৯ লাখ ১৪ হাজার টাকায় লেনদেন হয়। ব্র্যাক ব্যাংক : দিনশেষে শেয়ারের দর কমলেও সোমবার সর্বোচ্চ দরের রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক। সোমবার কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৭৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। যদিও দিনশেষে কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৭৩.৪০ টাকা। এদিন কোম্পানিটির ৭ লাখ ৮৯ হাজার ৫০৬টি শেয়ার হাতবদল হয়েছে।   বেক্সিমকো ফার্মা : ব্র্যাক ব্যাংকের মত বেক্সিমকো ফার্মারও শেয়ার দর কমলেও সোমবার সর্বোচচ্ দরের রেকর্ড গড়েছে। এসময় এ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১০২.৮০ টাকায় হাতবদল হয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। মার্কেন্টাইল ব্যাংক : আগের কার্যদিবসের তুলনায় ২.৫০ শতাংশ শেয়ার দর বেড়ে বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরের রেকর্ড করেছে ব্যাংকিং খাতের এ কোম্পানি। এসময় কোম্পানিটির শেয়ার ২০.৫০ টাকায় লেনদেন হয়েছে। সোমবার কোম্পানিটির ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৫৪৯টি শেয়ার হাতবদল হয়। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : সোমবার দিনশেষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমলেও সর্বোচ্চ দরের রেকর্ড গড়েছে কোম্পানিটি। কারণ, এদিনে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২৫.৮ টাকা লেনদেন হলেও সর্বোচ্চ ২৭ টাকায় হাতবদল হয়েছে। এর আগে গত এক বছরে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১১ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া সোমবার সর্বোচ্চ ১৮ টাকায় লেনদেন হয়েছে দেশ বন্ধু পলিমার, ৩০.৬ টাকায় মাইডাস ফাইন্যান্স, ২৩ টাকায় ওয়ান ব্যাংক, ২৫.৮ টাকায় স্যালভো কেমিক্যাল, ৩০.১০ টাকায় ইউনাইটেড ফাইন্যান্স ও ৩৭.৭ টাকায় লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড। পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন, বিভিন্ন কারনে একটি কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরের রেকর্ড গড়তে পারে। নিদিষ্ট কোনো গ্রহণযোগ্য কারণ না থাকলে রেকর্ডধারী কোম্পানিগুলোর শেয়ারে নতুন বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই উত্তম।