English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪১

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬টির, কমেছে ৪ খাতে

নিজস্ব প্রতিবেদক
সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬টির, কমেছে ৪ খাতে

গেল সপ্তাহে পুঁজিবাজারে দর বেড়েছে ১৬ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৪ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৩ দশমিক ৬১ শতাংশ দর বেড়েছে। এরপরে ট্যানারি খাতে ৩ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১ দশমিক ৯৯ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ১ দশমিক ২৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২ দশমিক ১৪ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ১১ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৯২ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৭৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৯০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৫৬ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১ দশমিক ৭৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ২ দশমিক ৮১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩ দশমিক ২৬ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৮২ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ১ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর কমেছে ব্যাংক খাতে দশমিক ২৯ শতাংশ, সিরামিক খাতে ৫ দশমিক ৫৭ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৭৭ শতাংশ ও পাট খাতে ১ দশমিক ১৯ শতাংশ।