English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৯

গেইনারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
গেইনারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯.৮৬ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৩৪ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৭.৩৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ১১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের শেয়ার দর বেড়েছে ১৫.৬৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ১৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭৫ কোটি ৮৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়াং ডাইয়ে ১৪.৬৯ শতাংশ, এসিআই ফরমুলেশনে ১৪.৬৪ শতাংশ, এইচআর টেক্সটাইলে ১৪.৩৩ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সে ১২.৮৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ১২.৫৫ শতাংশ, আলআরাফাহ ইসলামী ব্যাংকে ১২.৫০ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডে ১১.৮৪ শতাংশ দর বেড়েছে।