English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৬:২২

আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

টানা ৪ দিনের পতন শেষে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ মঙ্গলবার দেশের প্রধান দুই পুঁজিবাজারে সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। 

এদিন সূচক বাড়লেও লেনদেনে গতি ফেরেনি। আজ দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসইতে আজ ৯৫৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১৭ কোটি ৭৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ৭৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।