English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৪১

পুঁজিবাজারে চলতি বছরের সর্বোচ্চ দরপতন আজ

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে চলতি বছরের সর্বোচ্চ দরপতন আজ

শেয়ার বাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার মূদ্রানীতির ঘোষণার দিনে ডিএসইর সার্বিক মূল্য সূচক কমেছে ১১৭.৭৯ পয়েন্ট, যা চলতি বছরে পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ পতন। 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ২৪৭.০৬ পয়েন্ট। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মূদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনর শুরু থেকে নিম্নমুখী প্রবণতায় ছিল ডিএসই। এরই ধারাবাহিকতায় ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ২৭৫টির ও দর অপরিবর্তিত ছিল ৫টি প্রতিষ্ঠানের। এ সময় ৩১ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ১ হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১১৭.৭৯ পয়েন্ট কমে ৫৫০০.৮৫ পয়েন্টে স্থিতি পায়। এছাড়া শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস কমেছে ১৭.৭০ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক কমেছে ৩৫.২৩ পয়েন্ট।

এদিন লেনদেন শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। দিনশেষে কোম্পানিটির ৫৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল এসিআই, প্রতিষ্ঠানটির ৪০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তৃতীয় অবস্থানে থাকা ইসলামি ব্যাংকের ৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া টার্নওভারে থাকা কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের ২৫ কোটি ৯৩ লাখ টাকা, একমি ল্যাবের ২৫ কোটি ৪ লাখ টাকা, লঙ্কাবাংলা ফিন্যান্সের ২৪ কোটি ৬২ লাখ টাকা, যমুনা অয়েলের ২৩ কোটি ৫৭ লাখ টাকা, আরএকে সিরামিকের ২২ কোটি ৪০ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের ১৯ কোটি ৬৪ লাখ টাকা ও ন্যাশনাল ব্যাংকের ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৪৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩০১.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকা। এ সময় টার্নওভার তালিকায় শীর্ষে ছিল বেক্সিমকো। এ কোম্পানিটির ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

এছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও আরএকে সিরামিক।