English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১৫:০৯

গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক লোগো

ঢাকা: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিলো ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ২৯ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এমন তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ৬ কোটি ১১ লাখ ২৬ হাজার ৯৩টি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। যার মূল্য ২৭৫ কোটি ৮৫ লাখ ২৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের লেনদেন ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ২০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের লেনদেন কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৯২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৬১ লাখ ৩২ হাজার টাকা।