English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৪:৩৫

আড়াই মাসে বিও অ্যাকাউন্ট খুলেছে প্রায় ৪৩ হাজার

নিজস্ব প্রতিবেদক
আড়াই মাসে বিও অ্যাকাউন্ট খুলেছে প্রায় ৪৩ হাজার

ঢাকা: গত প্রায় আড়াই মাস অর্থাৎ ৫০ কার্যদিবসের শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট খুলেছে প্রায় ৪৩ হাজার। অর্থাৎ এই সময়ে নতুন করে ৪৩ হাজার লোক শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হয়েছেন। বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৫ নভেম্বর শেয়ারবাজারে বিও হিসাবের সংখ্যা ছিল ২৯ লাখ ৭ হাজার ৫৮২টি। 

গতকাল দিন শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৫০ হাজার ৬১৮টিতে। অর্থাৎ এ সময়ের মধ্যে নতুন করে ৪৩ হাজার ৩৬টি নতুন বিও হিসাব খোলা হয়েছে। এই সময়ে উল্লেখ করার মতো ভালো কোম্পানির কোনো প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারে আসেনি। সংশ্লিষ্টদের মতে, বাজারের ঊর্ধ্বগতির কারণে নতুন করে অনেকে এসব হিসাব খুলেছেন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৫ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৫০ কার্যদিবস লেনদেন হয়েছে। সেই হিসাবে প্রতিদিন গড়ে ৮৬১টি করে নতুন বিও হিসাব খোলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, ‘বাজারের একটানা চাঙ্গা ভাবের কারণে বিও হিসাব খোলার সংখ্যা বেড়েছে। আমরা একটি টেকসই বাজার চাই। যেখানে উত্থান-পতনের স্বাভাবিক একটা ধারা থাকবে।’