English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৬

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, জিপিএইচ ইস্পাত, এএমসিএল প্রাণ, রংপুর ফাউন্ডারি ও ইফাদ অটোস।

সূত্র আরো জানায়, কোম্পানিগুলোর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজঃ এই কোম্পানির বোনাস শেয়ার গত ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে সিমটেক্স ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস।

আমান ফিডঃ আমান ফিডের বোনাস শেয়ার গত ১ জানুয়ারি বিও হিসাবে জমা হয়েছে। আর নগদ লভ্যাংশ ১০ জানুয়ারি ব্যাংক হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে আমান ফিড ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

জিপিএইচ ইস্পাতঃ এই কোম্পানির নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে জিপিএইচ ইস্পাত ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

রংপুর ফাউন্ডারিঃ এই কোম্পানির অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ  গত ১২ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৩ শতাংশ অর্ন্তবর্তীকালীন।

এছাড়া এএমসিএল প্রাণ ৩২ শতাংশ নগদ ও ইফাদ অটোস ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।