English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১১:২৩

ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৩.১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৩.১০ শতাংশ
ডিএসই

নিউজ ডেস্ক: বছরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের সাথে বেড়েছে লেনদেন। গেল সপ্তাহে প্রধান সূচক বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ বা ১৬০ দশমিক ৬৩ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৭ হাজার ১৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিলো ৬ হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৫২ কোটি ৭০ লাখ টাকা বা ১৩.৫৬ শতাংশ।

সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ দশমিক ১৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৯০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৪ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ বা ১৬০ দশমিক ৬৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ বা ৪৬ দশমিক ২৭ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭০ শতাংশ বা ২০ দশমিক ৮১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টি কোম্পানির। আর দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টি কোম্পানির। আর দর কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।