English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১০:০৮

বেক্সিমকো টানা ৩ দিন লেনদেনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
বেক্সিমকো টানা ৩ দিন লেনদেনের শীর্ষে

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুইদিন লেনদেনের শীর্ষে থাকার পর আজ বুধবারও একই অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড। এ নিয়ে টানা ৩ দিন শীর্ষে কোম্পানিটি। কোম্পানিটি আজ ৯১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৫১৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আজ কোম্পানিটির ২৭ লাখ ২০ হাজার ৩০১টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩১ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আমান ফিড ৩০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেসকো লিমিটেড ২৮ কোটি ২ লাখ ৪২ হাজার টাকা, আরএসআরএম স্টিল ২৭ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক ২৭ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকা, অ্যাপোলো ইস্পাত ২৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ২৭ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকা, ডরিন পাওয়ার ২৬ কোটি ৫০ লাখ ৮৭ হাজার টাকা এবং প্রিমিয়ার ব্যাংক ২৪ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।