English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৬:০৯

এক দিনেই সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বাড়ল

নিজস্ব প্রতিবেদক
এক দিনেই সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বাড়ল

ঢাকা : আগের দিন সামান্য দর সংশোধন হলেও পরের দিনই ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। 

সোমবার (৯ জানুয়ারি) দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে; যা গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

এর আগে ২০১৪ সালের ২১ অক্টোবর ডিএসইএক্স ৫ হাজার ২৩৩ পয়েন্টে উঠেছিল।

আজ ডিএসইতে এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭১ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।