English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৩:০৩

কর্মকর্তা-কর্মচারীদের হজে নিবে এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলস

নিজস্ব প্রতিবেদক
কর্মকর্তা-কর্মচারীদের হজে নিবে এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলস

কর্মচারী কিংবা কর্মকর্তাদের মধ্যে যারা ১০ বছর ধরে এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলস কোম্পানিতে কর্মরত আছেন, তাদেরকে পবিত্র হজ পালনের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান আব্দুস সামাদ। 

তিনি বলেন, কর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে লটারির মাধ্যমে হজ যাত্রী নির্বাচন করা হবে। এসব হজ যাত্রীদের প্রয়োজনীয় অর্থের শতভাগই ব্যয় করবে কোম্পানি।

শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ১৬তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের চেয়ারম্যান।

তিনি আরও বলেন, এই বছরে কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ ২৮৩ কোটি ৬০ লাখ টাকা এবং কর পরবর্তী মুনাফা ১০ কোটি ৪৪ লাখ টাকা। এ সময়ে ইপিএস দেখানো হয়েছে ১ দশমিক ০৮ টাকা। তবে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির ইপিএস ছিল ১ দশমিক ২৩ টাকা।

গত ২০১৬ সালের ৩০ জুন (১ অক্টোবর ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬) সমাপ্ত বছরে ৯ মাসে পুঁজিবাজারের শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরে প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১ দশমিক ০৮ টাকা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ঘোষিত আর্থিক প্রতিবেদনে এ কোম্পানির ইপিএস দেখানো হয়েছে ১ দশমিক ২৩ টাকা। অর্থাৎ ৯ মাসের ব্যবধানে এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলের ইপিএস শূন্য দশমিক ১৫ টাকা কমেছে।