English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৭

ডিএসইতে সূচকের উর্ধ্বমূখীতা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে সূচকের উর্ধ্বমূখীতা অব্যাহত

ঢাকা : গেল বছরের শেষ সপ্তাহ ও নতুন বছরের প্রথম সপ্তাহ উর্ধ্বমূখী প্রবণতার মধ্যে দিয়ে পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ নিয়ে টানা দশ দিন সূচক বাড়লো ডিএসইতে। সূচক বাড়ার পাশাপাশি আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন বেড়েছে।

  বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানির ৩৯ কোটি ১৩ লাখ ২৪ হাজার ২৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১২৪৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৪৭৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২০৯ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা।   ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫.৬৪ পয়েন্ট বেড়ে ৫১৮২.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩২ পয়েন্ট বেড়ে ১৮৬৪.২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে ১২২২.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার।   লেনদেনের ভিত্তিতে টাকার অংকে শীর্ষ ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লি., ইফাদ অটোস, সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, ডেসকো লি., বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আর্গন ডেনিমস, বেক্সিমকো ফার্মা ও অলিম্পিক এক্সেসরীজ।   দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি: রংপুর ফাউন্ড্রি, এইচআর টেক্স, আরএসআরএম স্টিল, রেনউইক যজ্ঞেশ্বর, ইফাদ অটোস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লি., লিব্রা ইনফিউশন, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স ও এনসিসি ব্যাংক লি.।   অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি: এসআলম কোল্ড রোল্ড, আরএন স্পিনিং, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ গার্মেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, ডেসকো লি., মেঘনা কন্ডেন্সড মিল্ক ও গ্লোবাল হেভি।