English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৪

চতুর্থ কার্যদিবসেও ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক
চতুর্থ কার্যদিবসেও ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে টানা নয় কার্যদিবস ডিএসইতে সূচক বেড়েই চলেছে।

দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে প্রায় ১৯ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। তবে সূচক বাড়লেও ডিএসইতে এদিন কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।   ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩২৭টি কোম্পানির ৩৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৬৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে এক হাজার ২০৯ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো এক হাজার ৩৯১ কোটি।   ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮.৮৭ পয়েন্ট বেড়ে ৫১৫৬.৬০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে ১৮৫৫.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫.২৪ পয়েন্ট বেড়ে ১২১৮.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ার।   টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- আর্গন ডেনিমস, বেক্সিমকো লি:, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, জিপিএইচ ইস্পাত, ডেসকো লি. ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস ও বিডি থাই অ্যালুমিনিয়াম।