English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ০৯:৪০

নতুন পরিচালনা গঠন করবে এমারেল্ড অয়েল

অনলাইন ডেস্ক
নতুন পরিচালনা গঠন করবে এমারেল্ড অয়েল

নিউজ ডেস্ক : নতুন বছরে কোম্পানির পরিচালনা পর্ষদকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজন কুমার বসাক। 

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এমারেল্ড অয়েলের নবম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

বসাক বলেন, আগামী বছরে আমাদের পরিকল্পনা, পরিচালনা পর্ষদ নতুনভাবে সাজানো হবে। কোম্পানির স্বার্থে আমি নতুন পর্ষদের যে কোনো দায়িত্ব নিতে রাজি আছি।

আজকের সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক অমিতাভ ভৌমিক, সতন্ত্র পরিচালক কাজী তারেক মাহমুদ এবং অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকারসহ আরও অনেকে।

এর আগে সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এ সময় শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানায়।

উল্লেখ্য, খাদ্য ও আনুষাঙ্গিক কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।