English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪ ০২:১৮

ফ্লোরিডায় অকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক
ফ্লোরিডায় অকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মোচন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঐতিহ্যবাহী বাংলাদেশি ক্রিকেট ক্লাব ‘অকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব’ এর নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। ২৬ শে এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন ও নৈশভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়, স্পন্সর, শুভানুধ্যায়ীগণ অংশগ্রহণ করেন।

বাঙ্গালী এক ক্রিকেট পাগল জাতি। এই ক্রিকেট আবেগের ফলে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরেও আমেরিকার সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি তরুণেরা গড়ে তুলেছে অনেকগুলো ক্রিকেট ক্লাব। যার মধ্যে অন্যতম ‘পাম বিচ ঈগল’ (Palm Beach Eagles)। ক্লাবটি নিয়মিতভাবে আয়োজন করে যাচ্ছে ফারাজ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট (Faraz Memorial Cricket Tournament) সহ বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট। এ বছর ফারাজ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট এর ৮ম আসরে অংশগ্রহণ করছে ১২ টি বাংলাদেশি ক্রিকেট ক্লাব। উল্লেখ্য, অকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব (OPCC) গত বছর অনুষ্ঠিত ৭ম আসরের চ্যাম্পিয়ন।

আসন্ন অষ্টম ফারাজ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট সামনে রেখে হয়ে গেলো অকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব  (OPCC) এর নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান। এ বছর ক্লাবের স্পন্সরের তালিকায় Demand Distribution প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে।

এছাড়া, অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানসমূহ Viva La Hemp, A R Wholesale এবং Namaste Grill এর সম্মানিত প্রতিনিধি/স্বত্বাধিকারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষে শুভেচ্ছা বক্তব্যে রাকিব মজুমদার গত বছর আয়োজিত সপ্তম ফারাজ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, স্পন্সর, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অভিন্দন জানান এবং এ বছর স্পন্সর টিমে যুক্ত হওয়া দুটি প্রতিষ্ঠানকে স্বাগতম জানান।

পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের অধিনায়ক তানভির ফারুকী আসন্ন টুর্নামেন্টেও ভালো খেলা উপহার দেয়া এবং চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ক্লাবের অন্যতম স্পন্সর Viva La Hemp এর পক্ষে অনুরাগ আহমেদ ও A R Wholesale এর পক্ষে ফয়েজ আহমেদ শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

বক্তৃতা পর্বের শেষে সবাই নৈশভোজে অংশগ্রহন করেন। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।