English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৪

পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি

অনলাইন ডেস্ক
পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি

দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ আর জনমনে উদ্বেগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এদিকে মামলার রায়ের সময় সংশ্লিষ্ট আইনজীবী ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আর এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

জানা গেছে, আদালত চত্বরে প্রবেশের সর্বশেষ গেইটে বিএনপিপন্থি কিছু আইনজীবী ঢুকতে গেলে পুলিশ বলে, তালিকার বাইরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। পুলিশ তাদের চলে যেতে বললেও আইনজীবীদের একটি অংশ সেখানে জড়ো হয়ে কথা বলতে শুরু করেন। এসময় পুলিশ তাদের ওই স্থান ত্যাগ করতে বললে আইনজীবীরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে পুলিশ ও আইনজীবীরা বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।