English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৮ ১১:৪৬

বাড়বে তাপমাত্রা, কেটে যাবে শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
বাড়বে তাপমাত্রা, কেটে যাবে শৈত্যপ্রবাহ

দেশের দক্ষিণাঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ আগামী বুধবার (১৭ জানুয়ারি) কেটে যেতে পারে -এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যই জানানো হয়েছে। সঙ্গে বলা হয়, এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া, অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৫.৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।