English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৭ ১২:০০

আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত

মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বিশিষ্টজন ও সর্বসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিশিষ্টজনেরা ছাড়াও কুলখানিতে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা হক ও তানিশা ফারিয়াম্যান হক, নাতনি, ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ অন্যরা।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ সনাক্ত করেন চিকিৎসকেরা।

এরপর তাকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। একপর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়। পরে রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাকে আবার আইসিইউতে নেয়া হয়। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে মারা যান মেয়র আনিসুল হক। শনিবার বিকেল বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে দাফন সম্পন্ন হয় আনিসুল হকের।