English Version
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৭ ০৮:৫৯

মিরপুরের এক কিশোর ব্লু হোয়েল আসক্ত হয়ে হাসপাতালে

অনলাইন ডেস্ক
মিরপুরের এক কিশোর ব্লু হোয়েল আসক্ত হয়ে হাসপাতালে

বাংলাদেশে খোঁজ মিলল আরও এক ব্লু হোয়েলে আসক্ত কিশোরের। কৌতূহলবসত ব্লু হোয়েল খেলে মিরপুরের ১৭ বছর বয়সী এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।   গেমটির শেষ ধাপে এ কিশোর আত্মহত্যার জন্য ঘুমের ওষুধও খায় বলে জানা গেছে। ওই কিশোর বর্তমানে ঢামেক হাসপাতালের নতুন ভবনের একটি পেয়িং বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান হাতে ক্ষত চিহ্ন দেখতে পেয়েছেন।   ঢাকা মেডিকেলে চিকিৎসার পর এখন ওই কিশোরের শরীর কিছুটা সুস্থ। সে বলে, ‘চ্যালেঞ্জিং হওয়ায় আমি গেমটি খেলতে শুরু করি।  অ্যাডমিনরা অনেক সময় অপমান করে কথা বলত, তাই আমি চ্যালেঞ্জগুলো যে করেই হোক পার করতাম।’  শরীর কেমন জানতে চাইলে কিশোরটি বলে, ‘এখন একটু অসুস্থ বোধ করছি। আম্মুকে বলেছিলাম, এখানে আনলে আমি ভালো হবো না। তাও আমাকে নিয়ে এসেছে।’    নাম প্রকাশে অনিচ্ছুক ওই কিশোরের বাবা জানান, তাঁরা রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। সেখানের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে তাঁর ছেলে। এর আগে পঞ্চম শ্রেণিতে ছেলেটি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল জানিয়ে তিনি আরো বলেন, সে খুবই ভদ্র ছেলে হিসেবে সবার কাছে পরিচিত।   গত ঈদুল আজহার পর ছেলের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায় বলে উল্লেখ করেন ওই কিশোরের বাবা। তিনি বলেন, ‘খাওয়া-দাওয়া করে না, খালি মোবাইলে গেমস খেলত। অফিস শেষ করে বাসায় এসে জানতে পারি, ছেলে আমার রাতে মোবাইল নিয়ে ছাদে হাঁটাহাঁটি করে।’

পরে গত মঙ্গলবার ছেলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ওই বাবা। এরপর সেখানে তার চিকিৎসা শুরু হয়।  এ বিষয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজ আহমেদ জানান, তাঁর ডিউটি শুরুর আগে যে চিকিৎসকরা ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে ছিলেন, তাঁরা বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি জানতে পেরেছেন, ওই কিশোর ব্লু হোয়েল গেমস খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার হাতে কোনো ট্যাটু আঁকা নেই জানিয়ে ডা. মিনহাজ বলেন, কেবল বাঁ হাতে কাটা দাগ আছে।   ব্লু হোয়েল গেমটির মোট ৫০টি ধাপ অতিক্রম করতে হয়। ৫০তম ধাপে গিয়ে বলা হয়, আত্মহত্যা করতে। আর প্রতিটি ধাপেই ব্যবহারকারীকে একটি করে চ্যালেঞ্জ দেওয়া হয়। ব্লু হোয়েল গেমে ‘আসক্ত হয়ে সম্প্রতি আত্মহত্যা’ করে বাংলাদেশি কিশোরী অপূর্বা বর্ধন স্বর্ণা। এর পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।    একটি আন্তর্জাতিক পত্রিকার বলছে, প্রাণঘাতী এই গেমটির ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় ১৮০ জন আত্মহত্যা করেছে।