English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:২৩

রাজধানীতে ট্রাফিক অভিযান, একদিনেই ৩২০১ মামলা

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রাফিক অভিযান, একদিনেই ৩২০১ মামলা

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালিয়েছে। আর এ অভিযানে তিন হাজার ২০১টি মামলা দায়ের এবং সাত লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ।

শুক্রবার দিনভর এই অভিযানে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকারও করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাফিক বিভাগ জানিয়েছে, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য সাতটি, উল্টো পথে চলাচলের জন্য ৩৩৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৩৮টি মামলা ও ১৪টি মোটরসাইকেল আটক করা হয়।