English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ১৬:৫৯

সরকার কি চোখে দেখে না, বঙ্গবন্ধুর মর্যাদা কি ডাস্টবিনে

অনলাইন ডেস্ক
সরকার কি চোখে দেখে না, বঙ্গবন্ধুর মর্যাদা কি ডাস্টবিনে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠন শোক দিবসকে কেন্দ্র করে প্রচার ও রাজনৈতিক কর্মসূচী গ্রহণ করে থাকে। আর তারই একটা অংশ হচ্ছে পোস্টার। তবে এই পোস্টার ঠাই পাচ্ছে ময়লার বিনে।

মুক্তিযোদ্ধা কাজী ফরিদউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার কি চোখে দেখে না, তার মর্যাদা কি ডাস্টবিনে।

২ নং সেক্টরের এই মুক্তিযোদ্ধা আরো বলেন, এটা কখনোই উচিত নয়। উনার মর্যাদা অনেক উপরে। উনি বাঙালি জাতির অনেক বড় নেতা। উনি ডাক না দিলে স্বাধীনতা হত না।

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ এলাকায় সরেজমিনে গিয়ে ময়লার বিনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আগস্টকে কেন্দ্র করে পোস্টার ঠাই পাচ্ছে ময়লার বিনে।

এ ব্যাপারে হাসান চৌধুরী নামের এক পথচারী জানায়, এটা ভালো না। এর ফলে জাতির পিতাকে অবমূল্যায়ন করা হচ্ছে যা অত্যন্ত লজ্জাজনক।

মনসুর নামের ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, আসলে টাকা দিয়ে মানুষ ভাড়া করে পোস্টার লাগায়। তারা বঙ্গবন্ধুর মহত্ব বোঝে না। নেতা-কর্মীরা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এগুলো দেখার কেউ নেই।