English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৭ ১৮:৫৪

এয়ারপোর্ট রোডে হঠাৎ গাড়িতে আগুন (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
এয়ারপোর্ট রোডে হঠাৎ গাড়িতে আগুন (ভিডিওসহ)

রাজধানীর এয়ারপোর্ট রোডে একটি চলন্ত প্রাইভেট কারে হঠাৎ করে আগুন লেগে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রাজধানীর এয়ারপোর্ট রোডের খিলখেত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। এরপর গাড়িতে আগুন বাড়তে থাকলে ড্রাইভার দ্রুত গাড়িটি সাইড করে রাখে। পথচারী ও রাস্তায় ডিউটিরত পুলিশ গাড়ির আগুন নেভাতে এগিয়ে আসে।

গাড়ি যান্ত্রিক কারণে হঠাৎ গরম হয়ে যাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কেউ আহত হয়নি।