English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১৮:৫১

সুশীল সমাজের সঙ্গে সংলাপে ইসির কার্যপত্র

সুশীল সমাজের সঙ্গে সংলাপে ইসির কার্যপত্র

 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপের জন্য নির্বাচন কমিশন একটি কার্যপত্র বা এজেন্ডা তৈরি করেছে।

শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সুশীল সমাজের সঙ্গে সংলাপে ইসি যে বিষয় নিয়ে আলোচনা করবেন তা হচ্ছে-

বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে 'দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২' এবং 'দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউশন অরডিন্যান্স, ১৯৭৬' যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন।

 

 বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশিশক্তির ব্যবহার রোধকল্পে আইনি কাঠামো সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণকল্পে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখ-তা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সীমানা নির্ধারণ।

 

নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজীকরণের বিষয়ে আইনি কাঠামো ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সাধন। প্রবাসী ভোটারদের ভোট দান নিশ্চিত করার বিষয়ে একটি আইন কাঠামোসহ প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তাবনা।

 

এজেন্ডার মধ্যে আরও রয়েছে- কর্ম পরিকল্পনায় বর্ণিত অন্যান্য কাঠামোকে যুগোপযোগী করার প্রস্তাবনা। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ। ভোটকেন্দ্র স্থাপনসংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার জন্য পরামর্শ। নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষাসংক্রান্ত প্রস্তাবনা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনার অতিরিক্ত কোনো প্রস্তাবনা।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হবে।

 

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ সুশীল সমাজের ৬০ জনের তালিকা তৈরি করে ইসি। সে অনুযায়ী চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গেছে।