English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১১:৪৩

সড়ক অবরোধ করে রেখেছে হোম ইকোনমিক্স’র শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
সড়ক অবরোধ করে রেখেছে হোম ইকোনমিক্স’র শিক্ষার্থীরা

হোম ইকোনমিক্স কলেজকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা । আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এ বিক্ষোভ। ‘ছয় মাস পার হলো, দাবি আদায়ের কি হলো’ স্লোগান তুলে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ক্লাস না হওয়া ও পরীক্ষা না দেওয়ারও তারা আগাম বার্তা দিচ্ছে। এতে করে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা কিছু চাই না, চাই শুধু একটা ঘোষণা। শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তারা আরও বলেন, তারা ভেবেছে মেয়েরা কিছু করতে পারে না। কিন্তু আমরাও পারি তা দেখিয়ে দিব। এদিকে তাদের আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারিদের।