English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৭ ১০:৪৮

তিন নম্বর সংকেত, চট্টগ্রাম জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনলাইন ডেস্ক
তিন নম্বর সংকেত, চট্টগ্রাম জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে।     উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।   একই কারণে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার ভোর শুরুর আগ থেকেই মূলত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।   আগেরদিন বিকেলেও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল।   তবে সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায়।   শেষ রাতের দিকে আবারও শুরু হয়েছে বৃষ্টি।   এর ফলে চট্টগ্রামে ঠান্ডাও ‍অনুভূত হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো.মুশফিকুর রহমান বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।   সামান্য বাড়তে পারে।   তবে মুষলধারে হওয়ার কোন সম্ভাবনা নেই। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।   এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসার, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।