English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১১:৩৫

৭০ টাকার ভাড়া ১৫০ টাকা!

অনলাইন ডেস্ক
৭০ টাকার ভাড়া ১৫০ টাকা!

সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। এতে করে  বিপাকে পড়েছে রাজধানীসহ সারাদেশের মানুষ। ঢাকা শহরে কোন গণপরিবহন চলছে না। আর এ সুযোগ নিচ্ছেন দুই থেকে তিনগুণ বাড়া নিচ্ছেন রিকশা চালকরা।

শহিদুল ইসলাম নামে এক অফিসগামী এক যাত্রী অভিযোগ করেন, খিলগাঁ থেকে বাড্ডার বাসভাড়া সর্বোচ্চ ১০ টাকা, আর রিকশাভাড়া বেশি হলে ৭০ টাকা। কিন্তু বাস না চলায় রিকশা চালকরা আদায় করছে ১৫০ টাকা।

 বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম। এ কারণে আজও রাজধানীসহ দেশের কোন টার্মিনাল থেকে দূরপাল্লার, কিংবা লোকাল বাস-ট্রাক চলাচল করছে না।