English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৯

যে রোগের লক্ষণ জানাবে চামচ!

অনলাইন ডেস্ক
যে রোগের লক্ষণ জানাবে চামচ!

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে কত রোগই না ধরা পড়ছে আবার উন্নত চিকিৎসা সেটা ভালোও হয়ে যাচ্ছে।

অনেকে পেটের সমস্যা বা ফুসফুস রোগের জন্য হাসপাতাল কিংবা ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাবে এ সময় হয়ে ওঠে না। তাদের জন্য সুসংবাদ আছে। সেটা কেমন? আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতেই দেখে নিতে পারেন, এই রোগ শরীরে আছে কিনা। এটার জন্য শুধু প্রয়োজন একটি চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট।

ভয়ের কিছু নেই পেটের সমস্যা বা ফুসফুসের সমস্যা কোনো বিরল রোগ নয়। কিন্তু এই রোগগুলো আপনার অবহেলায় বড় রোগ বাসা বাঁধতে পরে শরীরে।

তাই পেট বা ফুসফুসে সমস্যা রয়েছে কিনা তা ঘরোয়া পদ্ধতিতেই পরীক্ষা করতে পারেন। পরীক্ষা পদ্ধতি হলো জিভের মধ্যে সে চামচটি চেপে ধরুন। এমন ভাবে চেপে ধরবেন যাতে আপনার লালা চামচটিতে লাগে। এবার ওই চামচ প্যাকেটে ভরুন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সেই প্যাকেটটি সূর্যের আলো বা টেবিল ল্যাম্পের আলোর নিচে ১ মিনিটের জন্য রেখে দিন। এরপর যদি আপনি দেখেন চামচে কোনো প্রকার দাগ অথবা গন্ধ নেই, তাহলে বুঝবেন আপনি সুস্থ।

চামচে হালকা হলুদ এবং সাদা রং দেখা গেলে ধরে নিতে হবে থাইরয়েডের সমস্যা হয়েছে। হালকা বেগুনি রঙের দাগ থাকলে বুঝবেন, বুকে সর্দি বসে আছে বা হাই কোলস্টেরল এবং কমলা রং বোঝায় কিডনি সংক্রান্ত সমস্যা।

এই পরীক্ষা পদ্ধতিতে যদি বিশ্রী দুর্গন্ধ বের হয়, তাহলে আপনি বুঝবেন লিভার বা ফুসফুসের সমস্যা আছে। আর মিষ্টি গন্ধ বের হলে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে আর ঝাঁজালো গন্ধ বের হলে বুঝবেন কিডনির সমস্যা হয়েছে।

এক্ষেত্রে যদি পরীক্ষার পর রোগের লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।