English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৬

চুমুতে মাথা-ঘাড়ে ক্যান্সার, ফ্রেঞ্চ কিসে বেশি ঝুঁকি

অনলাইন ডেস্ক
চুমুতে মাথা-ঘাড়ে ক্যান্সার, ফ্রেঞ্চ কিসে বেশি ঝুঁকি

চুম্বনের কারণে ক্যান্সারের আশঙ্কা করছেন গবেষকরা। তাদের মতে, চুম্বনের জন্য মাথা ও ঘাড়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।

এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে ‘ফ্রেঞ্চ কিস’কে। সম্প্রতি এক সমীক্ষায় গবেষকরা দেখেছেন, চুমুতে লিপ্ত যুগলের দেহের মধ্যে এইচপিভি ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে ফ্রেঞ্চ কিসের ক্ষেত্রে আরও বেশি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডা. মাহিব থমাস জানিয়েছেন, ‘শারীরিক মিলনের সময় বেশি চুম্বন করে থাকেন যুগলরা। এর থেকেই এইচপিভি দুজনের মধ্যে স্থানান্তরিত হাওয়ার আশঙ্কা বেশি রয়েছে।’ সাধারণ মানুষের তুলনায় এইচপিভি আক্রান্তদের বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা এইচপিভি ভাইরাসকে সাধারণভাবে জরায়ু মুখের (সার্ভিক্যাল) ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত বলে জানিয়েছেন। এর প্রভাবে নারী-পুরুষ উভয়েই রোগে আক্রান্ত হতে পারেন।