English Version
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৭ ০৭:২৭

১৮-২০ বছর বয়সে ত্বকের যত্ন!

অনলাইন ডেস্ক
১৮-২০ বছর বয়সে ত্বকের যত্ন!

মানুষের বয়স কোনও দিন থেমে থাকে না। তেমনি থেমে থাকে না বয়সের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ত্বকের সমস্যাও। ১৮ বছর বয়সে ত্বকের যত্ন এবং ২৫ বছর বয়সের ত্বকের যত্ন কখনোই এক হয় না। যে কোনও বয়সের যে কোনও সমস্যা দূর করতে ঘরোয়া পদ্ধতিই যথেষ্ট।

চলুন দেখে নেওয়া যাক ত্বকের যত্নে, কিভাবে ঘরোয়া পদ্ধতিকে কাজে লাগানো যেতে পারে-

১৮-২০ বছর বয়সে ত্বকের যত্নঃ এই বয়সে সাধারণত অ্যাকনে বা ব্রণের সমস্যা হয়ে থাকে। আসলে এই সময় শরীরে হরমোনের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটে। তাই ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে। কিন্তু কিভাবে এই অ্যাকনে বা ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এক্ষেত্রে ত্বকের যত্নে গ্রিন টি একটি অত্যন্ত উপকারী উপাদান। গ্রিন টি-এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট উপস্থিত থাকায় এটি ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। এমনকি ব্রণ সেরে যাওয়ার পর সেই জায়গায় কোনও রকম দাগ থাকলে তাও দূর করে দেয় গ্রিন টি।

উপাদান-  * গ্রিন টি ব্যাগ একটি। * গরম জল এক কাপ।

পদ্ধতি-  * গ্রিন টির ব্যাগ এক কাপ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।  * এরপর গ্রিন টির ব্যাগ কাপ থেকে সরিয়ে ফেলতে হবে এবং ঠাণ্ডা করতে হবে জলটা।  * এবার তুলোর মাধ্যমে মুখে লাগাতে হবে এটি।  * এই মিশ্রণটি মুখে স্প্রেও করতে পারেন।