English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৭ ১৭:১৯

দীর্ঘমেয়াদী দাগছোপ তাড়িয়ে ত্বকের রঙটাও ফর্সা হয়ে উঠার সহজ উপায় !

অনলাইন ডেস্ক

দীর্ঘমেয়াদী দাগছোপ তাড়িয়ে ত্বকের রঙটাও ফর্সা হয়ে উঠার সহজ উপায় !

দীর্ঘমেয়াদী দাগছোপ তাড়িয়ে ত্বক চর্চায় হলুদ খুব কার্যকরী একটি উপাদান। হলুদে আছে স্বাস্থ্য ও ত্বকের সুরক্ষায় অসাধারণ সব গুণাবলী। এটি আপনার ত্বকের জন্য দীর্ঘমেয়াদী ফলাফল দান করে। বলিরেখা তো দূর হয়ই, সঙ্গে আপনার ত্বকের অন্যান্য অনেক সমস্যা দূর হয়। ত্বক হয়ে ওঠে স্বাস্থ্য উজ্জ্বল। একই সঙ্গে ত্বকের দাগছোপ দূর হয়ে রঙটাও ফর্সা হয়ে ওঠে। তাই দেখে নিতে পারেন এমন একটি কার্যকরী ফেসমাস্ক তৈরির সহজ নিয়ম।

ফেসমাস্ক তৈরির ও ব্যবহারের নিয়ম – হলুদ গুঁড়ো ১ চা চামচ ও টক দই ১ চা চামচ ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে ও গলায় সমানভাবে মেখে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে শুকিয়ে নিতে হবে। এবার উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ৩ থেকে ৪ বার নিয়মিত ব্যবহার করতে পারেন। কিছুদিন ব্যবহারে পেয়ে যান আপনার মনের মতো উজ্জ্বল ত্বক।