English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০৯

‘ইউরোপ আমেরিকার মত উন্নতমানের চিকিৎসা এদেশেও সম্ভব’

নিজস্ব প্রতিবেদক
‘ইউরোপ আমেরিকার মত উন্নতমানের চিকিৎসা এদেশেও সম্ভব’

বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি বিশ্বে চিকিৎসা সেবায়ও যুগান্তকারী পরিবর্তন হয়েছে। একই সাথে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লাদিয়ে আমাদের দেশের চিকিৎসা সেবায় অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকার মত উন্নতমানের স্কিনের বিভিন্ন চিকিৎসা এ দেশেই পাওয়া যায়। উন্নত চিকিৎসা সেবা আর প্রযুক্তির ব্যবহারের কারণে খুব স্বল্প সময়েই লেজার চিকিৎসায় বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টার’। ত্বকের রোগ ও সমস্যা সমাধানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তারা ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে এক অনন্য উচ্চতায়। মিরপুর নিউ ডিওএইচএস এ অবস্থিত ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টার’-এ দি ঢাকা পোস্ট ডটকম-এর স্টাফ রির্পোটার সোহেল-এর সঙ্গে কথা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান কনস্যালট্যান্ট ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীর। তরুণ, প্রতিভাবান, মিষ্টিভাষী, বন্ধুবাৎসল এবং খোলামনের মানুষ ডাঃ আসিফ ইমরান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল থেকে ডাক্তারি পাস করে হলি ফ্যামিলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল সহ দেশের খ্যাতনামা ডার্মাটোলজিস্ট প্রফেসর ডাঃ এম ইউ কবির চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘ প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর  তিনি থাইল্যান্ড থেকে ডার্মাটোলজির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ব্যাংককের ইনস্টিটিউট অব ডার্মাটোলজির থেকে ফেলো লেজার এণ্ড স্কিন সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।  

দি ঢাকা পোস্টঃ ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টারকি কি সেবা দিয়ে থাকে? ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীঃ কেমিকেল পীল, মাইক্রোডার্মাব্রেশন, মেসোথেরাপি, বোটক্স থেরাপি, ফিলার্স, ইলেক্টোসার্জারি, সেক্স কনসাল্টেশন, অ্যান্টি এজিং, ক্লিনিক্যাল ডার্মাটোলজি, ডার্মারোলার, হেয়ার ট্রান্সপ্লান্ট সহ অত্যাধুনিক পদ্ধতিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে আমরাও  এ চিকিৎসা দিয়ে যাচ্ছি। ত্বকের যে কোন সমস্যায় আজ চলে আসতে পারেন আমাদের সেন্টারে।

দি ঢাকা পোস্টঃ লেজারের রশ্মির মাধ্যমে চিকিৎসা করানোর সুবিধা সম্পর্কে আমাদের বলুন? ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীঃ লেজারের সুবিধা হচ্ছে, অত্যন্ত সরু এবং সূক্ষ্ম রেখার মতো এটি যেমন কাটতে পারে, তেমনি কাটা অংশটুকু কতটুকু গভীর হবে তাও আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লেজার রশ্মি একই সঙ্গে কর্তন করতে এবং রক্তক্ষরণ বন্ধ করতে পারে। তারপরও লেজার নিয়ে ভুল কিছু ধারণা এখনো রয়ে গেছে। কেউ কেউ মনে করেন লেজার দিয়ে চিকিৎসা করা হলে প্রচণ্ড ধরণের ব্যথা হতে পারে। এ কথাটা একদম ভুল ধারণা। বরং লেজার চিকিৎসায় কোনো ব্যথা বা বেদনা নেই। কাটাছেঁড়া ছাড়া যা কিছুই লেজার দিয়ে করা হয় তা অধিকাংশই প্রায় ব্যথাহীন। এছাড়াও অজ্ঞান না করে, হাসপাতালে ভর্তি না থেকে লেজার দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা সম্ভব।

দি ঢাকা পোস্টঃ সাধারণত কী কী সমস্যা বা রোগের ক্ষেত্রে লেজার ব্যবহার করেন? ডাঃ আসিফ ইমরানঃ অবাঞ্চিত লোমের ক্ষেত্রে আমাদের দেশে লেজার অনেক বছর ধরে ব্যবহার হচ্ছে। আপনি জেনে খুশি হবেন, সারা বিশ্বে যে চার ধরনের লেজার ব্যবহৃত হচ্ছে; বাংলাদেশেও আমরা সেই চার ধরনের লেজার ব্যবহার করছি। ত্বকের গর্ত ঠিক করার জন্য, বিভিন্ন জিনিস ব্যবহার করছি এখন। জন্মগতভাবে রক্তনালির ত্রুটি ঠিক করার জন্য আমরা ভাসকুলার লেজার ব্যবহার করছি। আন্তর্জাতিক মানের যা যা দরকার, সবই আমাদের দেশে রয়েছে। একটি ভালো সেন্টারে যা যা থাকে আমাদের সেন্টারে এখন সেই সুবিধা আছে। দি ঢাকা পোস্টঃ অনেকের ধারণা লেজার রশ্মির ব্যবহার করলে ক্যানসার হতে পারে ব্যাপারে আপনার মতামত কী?

ডাঃ আসিফ ইমরানঃ  প্রকৃতপক্ষে এ ধারণা একেবারেই ভুল। সাধারণত যে উপাদান ব্যবহার করা হয় সে উপদানের নাম অনুসারে লেজারের নাম রাখা হয়। রুবি পাথর বা আর্গন গ্যাস থেকে যে লেজার তৈরি করা হয় তাকে রুবি বা আর্গন লেজার বলা হয়। চোখের চিকিৎসায় এ জাতীয় লেজারের বহুল ব্যবহার রয়েছে।

দি ঢাকা পোস্টঃ আমাদের দেশের লেজার চিকিৎসার ব্যয় কেমন? ডাঃ আসিফ ইমরানঃ মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দিলে তাকে 'হিরসুটিজম' বলে। ‘এন্ডোজেন’ নামক হরমোনের আধিক্যই এ রোগের কারণ। অবাঞ্চিত এ লোমের ক্ষেত্রে যদি হরমোনে সমস্যা না থাকে, পলিসিস্টিক রোগ না থাকে, সেক্ষেত্রে ব্যয় খুব বেশি নয়।  দশ থেকে পনের সেশনে এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব।  এতে মোটামুটি ৩৫ থেকে ৭০ হাজার টাকা খরচ পড়বে। 

দি ঢাকা পোস্টঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কী? ডাঃ আসিফ ইমরানঃ আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে আমি একটি ইনস্টিটিউট করতে চাই। সেখান থেকে সুবিধা বঞ্চিত মানুষদের আমি ফ্রি স্কিনের চিকিৎসা দিব। পাশাপাশি বিদেশি ডাক্তারদের এনে আমাদের দেশের তরুণ ডাক্তারদের স্কিন বিষয়ে আরো প্রশিক্ষিত করে তুলব।

দি ঢাকা পোস্টঃ আমাদের সময় দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীঃ দি ঢাকা পোস্টকেও অনেক ধন্যবাদ। এভাবে দেশের চিকিৎসা সেবার সম্ভাবনাময় দিকগুলো মানুষের কাছে তুলে ধরলে দেশ ও জাতি উপকৃত হবে।