English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:১২

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন সু চি

অনলাইন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন সু চি

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের কারণে এবার দোষী সাব্যস্ত হতে পারেন সু চি।  মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি জানিয়েছেন, মিয়ানমারে নিপীড়ন থেকে রক্ষায় রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানোয় অং সান সু চি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন।

লির মতে, অপরাধ সংঘটনে সহযোগিতা বা তা রোধে কিছু না করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা যায়। যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইয়াংহি লি। 

লি আরও বলেন, গণহত্যা নিরূপনে আইনিভাবে নির্ভূল হতে হবে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। তাই আমি শুধু এটুকু বলতে পারি, সেখানে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। রাখাইনে যে কয়জন রোহিঙ্গা নিহতের খবর প্রকাশ হয়েছে তার চেয়ে এই সংখ্যা অনেক বেশি বলে মনে করেন ইয়াংহি লি।

তিনি আরও বলেন, সেখানে আরও গণকবর পাওয়া যাবে তা তাড়াতাড়ি বা পরে হোক না কেন। কারণ সেখানে এরকম কিছু ঘটেছে। সু চির বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ প্রমাণিত হবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ সংঘটনে সহযোগিতাও জবাবদিহির আওতায় থাকে।