English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৮ ১০:৫০

সত্যিই টাকার বিছানা!

অনলাইন ডেস্ক
সত্যিই টাকার বিছানা!

ভারতের উত্তর প্রদেশের একটি বাড়ি থেকে বাতিলকৃত নোটের কোটি কোটি রুপি (টাকা) উদ্ধার করা হয়েছে। নোটগুলো খাটের চালার নিচে এমন ভাবে সাজিয়ে রাখা ছিল, যা দেখে মনে হয় সত্যিই টাকার বিছানা।

উত্তর প্রদেশের কানপুরের ওই বাড়িতে মঙ্গলবার পাওয়া নোটগুলো মধ্যরাতে গণনা শুরু করেন পুলিশ সদস্যরা এবং বুধবার সকাল পর্যন্ত গণনার পর পরিমাণ দাঁড়ায় ৯৭ কোটি রুপি।

বুধবার এনডিটিভির খবরে বলা হয়েছে, তখনও গণনা শেষ হয়নি, ফলে মোট টাকার পরিমাণ আরও বাড়বে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ও আয়কর বিভাগের সদস্যদের সঙ্গে নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ও পুলিশ প্রথমে কানপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের মধ্যে অশোক খাত্রি নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাতিলকৃত নোট খুঁজে পায় তারা। ওই বাড়িতে বিছানার মতো সাজিয়ে রাখা নোটগুলো ৫০০ ও ১০০০ রুপির।

পুলিশ বলছে, এই অর্থ একজনের নয়, একটি দলের। অশোক খাত্রির ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পাচারের জন্য নোটগুলো লুকিয়ে রেখেছিল বলে তারা ধারণা করছে। এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।