English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৮ ১৪:১৭

দিল্লি সফরে যাচ্ছেন সু চি

অনলাইন ডেস্ক
দিল্লি সফরে যাচ্ছেন সু চি

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশিয়ান-ভারতের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আশিয়ানের ১০ রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এর মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিও রয়েছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রীতি সারণ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রীতি সারণ আরও জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চায় ভারত সরকার। আর আশিয়ান-ভারতের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার দিল্লিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা সংকট সৃষ্টি হওয়ার পর এই প্রথম ভারতে যাচ্ছেন সু চি। 

প্রসঙ্গত, ভারত সরকার ইতোমধ্যে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। এ বিষয়ে সু চির সঙ্গে আলাপ হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে