English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৩

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে নিহত ৬৮

অনলাইন ডেস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে নিহত ৬৮

সিরিয়ার আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিবের সীমানায় জঙ্গি ও বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে শাসক বাহিনীর লড়াইয়ে ৬৮ জন নিহত হয়েছেন।

রাশিয়ার বিমানবাহিনীর সহযোগিতায় শাসক বাহিনীর এ হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৯ বেসামরিক নাগরিক রয়েছে।

এদিকে ত্রাণকর্মীরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আরেকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে। খবর এএফপির।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভয়াবহ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই লড়াই বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব প্রদেশ পুনরুদ্ধার অভিযান শুরুর ইঙ্গিত হতে পারে। এই বিদ্রোহী দলটির নেতৃত্বে রয়েছে আল-কায়েদার সাবেক অনুগতরা।

রাশিয়ার জঙ্গিবিমানের সহায়তায় সরকার ও তার অনুগত বাহিনী অধিকাংশ জিহাদি যোদ্ধাদের ইদলিব ও হামা প্রদেশের ভিতর এনে একত্র করেছে। জিহাদিদের কে চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আল-তামানার আশপাশে এই লড়াই চলছে।

এদিকে, ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-তামানার আশপাশে এই লড়াই চলছে।

সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, রুশ জঙ্গিবিমানের হামলায় ও সিরীয় বিমান বাহিনীর ব্যারেল বোমা বর্ষণে এরা নিহত হয়েছে। তিনি আরো বলেন, ২৭ সৈন্য ও আধাসামরিক ইউনিটের সদস্য এবং ইসলামপন্থী সংগঠন বা সাবেক আলকায়েদা অনুগত ফাতেহ আল-শামের ২০ বিদ্রোহী এই লড়াইয়ে নিহত হয়েছেন।

উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিব এলাকায় সোমবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া সর্বশেষ লড়াইটিতে এখন পর্যন্ত ৪২ বেসামরিক লোক নিহত হয়েছেন। সামরিক-বেসামরিক মিলে মোট নিহতদের সংখ্যা ৯০ এ দাঁড়িয়েছে।