English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:২৩

টর্চের আলোয় ৩২ রোগীর চোখে অস্ত্রোপচার!

অনলাইন ডেস্ক
টর্চের আলোয় ৩২ রোগীর চোখে অস্ত্রোপচার!

টর্চের আলোয় ৩২ রোগীর অস্ত্রোপচার! কথাটি অবাক করার মতো মনে হলেও ঘটনাটি সত্য।

ভারতের উত্তর প্রদেশে রাজ্যের নবাবগঞ্জ জেলায় একটি স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় টর্চের আলোতেই ৩২ জন রোগীর চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ রকম একটি বড় ঘটনা এতোদিন সবার কাছে অজানাই ছিল।

এই অস্ত্রোপচারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে রোগীদের পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর এতো শীতের মধ্যেও রোগীদের মেঝেতে শুতে বাধ্য করা হয়। তাদের কোনো বেড দেয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় টর্চের আলোয় ৩২ জন রোগীর চোখের ছানির অস্ত্রোপচারের সেই ছবি প্রকাশ হতেই উত্তর প্রদেশের স্বাস্থ্য বিভাগে টনক নড়েছে। জানা যায়, এ ঘটনায় পর নবাবগঞ্জ জেলার স্বাস্থ্য অফিসারকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উত্তর প্রদেশ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসককে বরাখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশ রাজ্যের গোরক্ষপুর ও ফারুকাবাদে কয়েক মাস আগেও একাধিক শিশু মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে প্রবল নিন্দার মুখে পড়ে দেশটির রাজ্য সরকার।