English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩২

ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান, ৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক
ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান, ৩ সেনা নিহত

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের তিন সেনা নিহত হয়েছে। পাক সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে।

অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পাকিস্তান ও ভারতের সেনারা প্রায়ই পরস্পরকে দায়ী করে থাকে। ২০০৩ সালে কাশ্মীর সীমান্তে যুদ্ধ না করার ব্যাপারে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশের সেনাবাহিনী এ পর্যন্ত বহুবার ওই চুক্তি লঙ্ঘন করেছে।