English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪২

বিশ্বের ৯০.৫ ভাগ মানুষ আমেরিকা ও ইসরাইলকে 'না' বলেছে

অনলাইন ডেস্ক
বিশ্বের ৯০.৫ ভাগ মানুষ আমেরিকা ও ইসরাইলকে 'না' বলেছে

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের শতকরা ৯০.৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। গত বৃহস্পতিবারের ভোটাভুটির মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের কত বিশাল জনমত রয়েছে।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং বিশ্বের ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা ও ইসরাইলসহ শুধু নয়টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। বিষয়টিকে আমেরিকার জন্য শুধুমাত্র ভোটে হেরে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং বিশ্বের শতকরা ৯০ ভাগের বেশি মানুষ আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে- এ বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ পরিষদের ওই ভোটের ফলাফল থেকে এ কথা সুস্পষ্টভাবে ফুটে উঠছে যে, বিশ্বের বিশাল জনগোষ্ঠী বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন সিদ্ধোন্তের বিরুদ্ধে তাদের মতামত তুলে ধরেছে। শুধু তাই নয়, মার্কিন মিত্ররাও এ সিদ্ধান্তে বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্সটুডে