English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৪

২০১৭ সালের সেরা শব্দ 'ফেমিনিজম'

অনলাইন ডেস্ক
২০১৭ সালের সেরা শব্দ 'ফেমিনিজম'

২০১৭ সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছে 'ফেমিনিজম' বা 'নারীবাদ’। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেরিয়াম-ওয়েবস্টার অভিধান এবছর অনলাইনে 'ফেমিনিজম' শব্দটির সংজ্ঞা অনুসন্ধান বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে বছরের সেরা শব্দ নির্বাচন করেছে।

অভিধান কোম্পানিটি বলছে, এ বছর ওয়াশিংনটন ডি.সি তে নারী মিছিল, নতুন কয়েকটি টিভি শো, নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চলচ্চিত্র, নারীদের যৌন নিপীড়নের শিকার হওয়ার বেশ কিছু অভিযোগ এবং সংবাদ প্রতিবেদনের কারণে ‘নারীবাদ’ নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। অনলাইনে ‘নারীবাদ’ শব্দটি নিয়ে মানুষের খোঁজ খবর ৭০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মেরিয়াম-ওয়েবস্টার। অভিধানে এ শব্দটিকে “রাজনীতি, অর্থনীতি এবং নারী-পুরুষের সামাজিক সমতার তত্ত্ব বলে সংজ্ঞায়িত করা হয়েছে। ” নারীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০৫ সালের এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ বছর জানুয়ারিতে নারীরা ওয়াশিংটনে মিছিল করে। একই ধরনের মিছিল হয় বিশ্বের বিভিন্ন দেশেও। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনের পর নারী অধিকার হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন মিছিলের আয়োজকরা। ওই সমস্ত মিছিল প্রতিবাদের সঙ্গে এবছর যোগ হয় 'মি টু' প্রচার। হলিউডের নামিদামী তারকা ও অন্যান্যদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ‘মি টু’ প্রচারের মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে বিশ্বের বহু নারীই জানিয়েছেন তারা কী ধরনের হেনস্থার শিকার হয়েছেন।