English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১৩:০৫

১৩০০ বছর পর দেশে ফিরছে প্রাচীনতম বাইবেল!

অনলাইন ডেস্ক
১৩০০ বছর পর দেশে ফিরছে প্রাচীনতম বাইবেল!

দীর্ঘ ১৩০০ বছর পর ব্রিটেনে ফিরছে ল্যাটিন ভাষায় লিখিত বিশ্বের প্রাচীনতম বাইবেল। আগামী বছর এক ব্রিটিশ লাইব্রেরির এক প্রদর্শনীতে তোলা হবে এই প্রাচীন গ্রন্থটিকে।

ব্রিটিশ লাইব্রেরি জানায়, ওয়্যারমাউথ-জ্যারো'র এক আশ্রমে সংকলিত এই মহাপ্রাচীন বাইবেলটির পুরুত্ব এক ফুট। ৭১৬ খ্রিস্টাব্দে পোপের জন্য পুরষ্কার হিসেবে এটিকে নিয়ে যাওয়া হয়েছিল ইতালিতে।

অ্যাংলো-স্যাক্সন শাসনামলের বিভিন্ন স্মারক নিয়ে ব্রিটিশ লাইব্রেরিতে আগামী বছরের ১৯ অক্টোবর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এক দীর্ঘ প্রদর্শনী।

এই বাইবেলের সঙ্গে প্রদর্শনীতে আরও থাকবে কাথবার্ট গসপেল। প্রাচীনতম এই বইটিও লেখা হয়েছিল ওয়্যারমাউথ-জ্যারোতে।

৫ম থেকে একাদশ শতাব্দীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রহ নিয়ে আয়োজন করা হয়েছে ওই প্রদর্শনীর।

সূত্র: হিন্দুস্তান টাইমস