English Version
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৭ ১১:৩২

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির কথা স্বীকার করল উবার

অনলাইন ডেস্ক
গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির কথা স্বীকার করল উবার

গ্রাহকদের তথ্য চুরি যাওয়ার পর তা চেপে যাওয়ার কথা স্বীকার করল উবার। পাঁচ কোটি ৭০ লাখ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি কথা স্বীকার করেছে উবার।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়ার পর তা মুছে ফেলতে এক লাখ ডলার দিতে হয়েছিল উবারকে। উবার গ্রাহকদের তথ্য চুরির খবর সবার আগে প্রকাশ করে ব্লুমবার্গ।

ওই ঘটনায় ২০১৬ সালে পাঁচ কোটি ৭০ লাখ গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর চুরি করে হ্যাকাররা। আর ক্ষতিগ্রস্ত ওই গ্রাহকদের মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও হ্যাকারদের হাতে পড়ে।

বিবিসি ওই প্রতিবেদনে লিখেছে, উবার এখন ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের ওয়েবসাইটে একটি পেইজ খুলেছে। চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে উবারের প্রধান নির্বাহী দারা খাসরোশাহী বলেন, চুরি যাওয়া তথ্য ব্যবহার করে কারও ক্ষতি করার কোনো ঘটনা তারা দেখেননি এখন পযন্ত। ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং ওই গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে উবার গ্রাহকদের তথ্য চুরির এ খবর প্রকাশিত হওয়ার পর কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান পদত্যাগ করেছেন।

তবে ঠিক কীভাবে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল তা স্পষ্ট করেনি উবার।