English Version
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৭ ১৬:০৩

‘আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

অনলাইন ডেস্ক
‘আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান ইসনিলন হ্যাপিলন নিহত হয়েছেন। সোমবার ভোরে ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে৷ ইসলামিক স্টেটের জঙ্গিরা মারাউয়ি দখল করায় এখানে গত কয়েকমাস ধরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী৷ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ইতোমধ্যে কয়েক শত মানুষ প্রাণ হারিয়েছে৷

হ্যাপিলন ছিল ফিলিপাইন্সের মুক্তিপণ আদায়ের জন্য মানুষকে অপহরণকারী গোষ্ঠী আবু সায়েফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য৷ গতবছর আইএস-এর প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি৷ এরপর মে মাসে তার বাহিনী মারাউয়ির দখল নিয়ে নেয়৷

হ্যাপিলনের মৃত্যু ফিলিপাইন্সে আইএসের উপর বড় আঘাত হিসেবে বিবেচিত হলেও বিশ্লেষকরা মনে করছেন, জঙ্গিগোষ্ঠীটি এখনো এক বড় হুমকি হিসেবে রয়ে গেছে৷ সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ কুমার রামকৃষ্ণ এই বিষয়ে বলেন, ‘‘শুধুমাত্র মারাউয়ি আইএস জঙ্গিদের দখল থেকে মুক্ত করার অর্থ এই নয় যে হুমকি শেষ হয়ে গেছে৷ আইএস সম্পৃক্ত জঙ্গিরা আবারো ঐক্যবদ্ধ হবে৷ শুরুতে হয়ত তারা নিজেদের অবস্থান জানান দেবে না, কেননা সেসময় নিজেদের পুর্নগঠন করবে৷''