English Version
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৭ ১০:৩২

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১২

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১২

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ১২-বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে । মার্কিন বাহিনীর ড্রোন কুন্দুজ প্রদেশের গুল থাপ এলাকায় বোমা বর্ষণ করলে ১২ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর আরো ছয় জন আহত হয়।

এদিকে, দুই দিন আগে মার্কিন ড্রোন দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের চাওকি আবাসিক এলাকায় বোমা বর্ষণ করলে অন্তত চার ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে দেশটির একজন সংসদ সদস্য জানিয়েছেন।

আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যে সই হওয়া নিরাপত্তা চুক্তির আওতায় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে দেশটির বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলা চালাবে না মার্কিন বাহিনী। তাই এ ধরনের হামলার মাধ্যমে ওয়াশিংটন কেবল তার প্রতিশ্রুতি নয় বরং আফগান সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে।

দেশটির বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় নেতাসহ আইনপ্রণেতারা কাবুল-ওয়াশিংটন নিরাপত্তা চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়ে আসছেন। মার্কিন ড্রোন হামলায় বেসামরিক ব্যক্তিদের হত্যাকাণ্ডের ঘটনায় আফগান জনগণ ওয়াশিংটনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে।