English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ১৬:০৪

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত আলোচনা আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত আলোচনা আগামী সপ্তাহে

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সিনিয়র কূটনীতিকরা আগামী সপ্তাহে কৌশলগত আলোচনায় বসতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়।

সিউল সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী লিম সুং-ন্যাম সিউলে আগামী ১৮ অক্টোবর সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সাথে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উপ-মন্ত্রী পর্যায়ে সর্বশেষ বৈঠকটি ওয়াশিংটনে ২০১৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়। এরপর এ প্রথম উপ-মন্ত্রী পর্যায়ে বৈঠক করতে যাচ্ছে দু’দেশ। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মে মাসে দায়িত্ব নেওয়ার পর এ ধরণের এটিই হচ্ছে প্রথম বৈঠক।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসন্ন এ বৈঠকে সিউলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নভেম্বরের সফরের প্রস্তুতি এবং উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচিসহ দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।